Subho Bijoya Dashami : দেখে দেখে চলে এলো বাঙালির বহু প্রতীক্ষিত উৎসব দুর্গাপূজা। প্রতিবছর এই কটি দিনের জন্য বাঙালিরা সারাবছর ধরে দিন গুনতে থাকে। দুর্গাপুজো কোনো উৎসব নয় – এ হল ঘরে ঘরে মিলন-মেলা। দূর দূরান্ত থেকে কর্মসূত্রে যারা বাইরে থাকেন তারা চেষ্টা করেন এই দিনটিতে পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে পুজো উপভোগ করার। সন্ধ্যে হলেই শুরু হয়ে যায় সকলে মাইল মণ্ডপে মণ্ডপে দুর্গাপুজো দেখতে যাবার ভিড়। শুধু কি ঠাকুর দেখা, সাথে মেলা, খাওয়া দাওয়া, হঠাৎ করে দেখে হয়ে যাওয়া ছোট বেলার বন্ধুর সাথে জমানো আড্ডা – এযেন এক সম্পূর্ণ প্যাকেজ। শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা ২০২৩ ।
কিন্তু শুরু যা হয় তার শেষও রয়েছে। দেখতে দেখে কেটে যাবে পুজোর এই কয়টি দিন। শুরু হয়ে যাবে বিজয়া দশমী। জয়া দশমীর মজাও কিন্তু কম নয়। সকলে সকলকে এই দিন আমরা শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে ব্যস্ত থাকি। শুরু হয়ে যায় গুরুজনদের প্রণাম করার উৎসব পর্ব। ছোটরা মেতে ওঠে প্রণাম করে বিভিন্ন ধরণের মিষ্টি খাওয়ার আনন্দে। গৃহবধূরা মেতে ওঠে সিঁদুর খেলায়। মণ্ডপে মণ্ডপে বেজে ওঠে বিজয়ার গান। বাঙালিরা এটাকে দুর্গাপূজার শেষ বলে না, উপভোগ করতে থাকে পরের দুর্গাপুরের প্রতীক্ষার শুরু হিসেবে। প্রাণে প্রাণে বেজে ওঠে “মাগো, তুমি আবার এসো”, “আসছে বছর আবার হবে” স্লোগান।
Also Check : দুর্গা পূজা কুইজ – Quiz on Durga Puja
বিজয়া দশমীর সাথে সাথেই শুরু হয়ে যায় একে অপরকে বিজয়ের শুভেচ্ছা বিনিময়ের উৎসব। ফেসবুক, হোয়াটস্যাপ সব জায়গায় চলে আসে শুভ বিজয়া দশমীর স্ট্যাটাস । সুন্দর সুন্দর বিজয়া দশমীর পিক -এর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় শুরু হয়ে যায়। আজ আমাদের এই পোস্টে দেওয়া রইলো সেরকমই কিছু সুন্দর সুন্দর শুভ বিজয়া দশমীর শুভেচ্ছাবার্তা, Subho Bijoya Dashami Quotes In Bengali।
Table of Contents
শুভ বিজয়া দশমীর শুভেচ্ছাবার্তা
দেওয়া রইলো শুভ বিজয়া দশমীর শুভেচ্ছাবার্তা ।
মা যে এবার যাওয়ার সাজে,
বিসর্জনের বাজনা বাজে,
বলুক সবাই মুখর রবে,
আসছে বছর আবার হবে।
শুভ বিজয়া দশমী
শুভ বিজয়া !!
পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচা নাচি, অষ্টমীতে ভজন, নবমীতে ঘুরে ফিরে হাপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন। শুভ বিজয়া !!
শুভ বিজয়ার কবিতা
দেওয়া রইলো খুব সুন্দর কয়েকটি শুভ বিজয়ার কবিতা ।
ঢাকের বাদ্যি মিলিয়ে গেল –
আলোরা সব অস্তাচলে।
তিলোত্তমা যেন পূর্ণতা পেল,
সিঁদুরে আজ রাঙিয়ে তুলে।
~ শুভ বিজয়া ~
ঢাকের কাঠির মিষ্টি রেশ,
পূজা এবার হল শেষ।
নুতন আশায় বাঁধি বুক,
সবার ইচ্ছে পূরণ হোক।
সবাইকে জানায় বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।
শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা
দেওয়া রইলো শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা ।
সকলকে জানাই বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা।
বিসর্জনের বাজনা বাজে, মা যে এবার যাওয়ার সাজে। বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়ার !!
এবার মাগো বিদায় তবে, আসছে বছর আবার হবে, সবাইকে মা রাখিস সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে.শুভ বিজয়া!!!
ঢাকের আওয়াজ মিলিয়ে গেল, পুজো হলো শেষ…, প্রাণে শুধু জাগিয়ে রেখো এই খুশির রেষ.. “শুভ বিজয়া”
দশমীর এই সন্ধে বেলা সাঙ্গ হলো সিঁদুর খেলা, মা এর ঘরে ফেরার পালা, চোখের জল-এ বিদায় বলা , মা-এর হলো সময় যাবার আসছে বছর আসবে আবার. শুভ বিজয়া.
বিসর্জনের ঘন্টা বাজে মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের ঘন্টা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।
দশমীর এই সন্ধে বেলা সাঙ্গ হলো সিঁদুর খেলা, মা এর ঘরে ফেরার পালা, চোখের জল-এ বিদায় বেলা , মা-এর হলো সময় যাবার আসছে বছর আসবেন আবার। শুভ বিজয়া।
ঢাকের উপর ছিল কাঠি.. পুজো হল জমজমাটি.. আজ মায়ের ফেরার পালা.. জানাই তাই এইবেলা – “শুভ বিজয়া !”
অনেক স্বপ্ন পূরণ করে মা চলে যান কোন সুদূরে। মা আসবেন বছর পরে, দুঃখ করে লাভ কি তবে, আসছে বছর আবার হবে! – শুভ বিজয়া।
Subho Bijoya Dashami Wishes
ঢাকের আওয়াজ হয়ে এলো মৃদু , মায়ের হাসি হলো ম্লান, এবার মাগো বিদায় তবে আসছে বছর আবার হবে, সবাই কে মা রাখিস সুখে, বিজয়া হোক মিষ্টি মুখে। শুভ বিজয়া !
ঢাকের কাঠির বিদায় সুরে, উদাস করে মন চললেন মা মহামায়া, আজকেযে তাঁর বিসর্জন ! সকলকে বিজয়ার অনেক সুভেচ্ছা আর ভালবাসা।
পুজোর দিনের খুশির হাওয়া, চার দিনে -তে পেরিয়ে যাওয়া , মায়ের যাওয়ার দিন হলো আজ, শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া। মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আই মা চলে… শুভ বিজয়া !!
শুভ বিজয়ার ছবি
সুখের স্মৃতি রেখো মনে, মিষে থেক আপনজনে। মান অভিমান সকল ভুলে, আসার প্রদীপ রেখো জ্বেলে . মা আসবে এই আশা রেখে, সবাই মিলে থেকো সুখে। শুভ বিজয়া !!
মহাপার্বন এর সমাপন, দুঃখে ভরে উঠলো মন সবাই মিলে বলো তবে, আসছে বছর আবার হবে.. শুভ বিজয়া ..!
তিন দিনের এই চাওয়া পাওয়া সব পেরিয়ে আজ বিজয়া দশমী। আসছে বছর যেন আবার শারদীয়ার শুভেচ্ছা জানাতে পারি। শুভ বিজয়া !
শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা ।
শুভ বিজয়ার ফটো
বিজয়া মানেই সব কিছু ভুলে আলিঙ্গনের দিন।
এই দিনটির শুভেচ্ছা রইল তোমার জন্য।
গুরুজনদের প্রণাম জানিও আমার।
তোমাকে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।
শুভ বিজয়া দশমী
শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা
এরকম আরও কিছু পোস্ট :
- 50+ Mahalaya Wishes in Bengali – মহালয়ার শুভেচ্ছা
- Janmashtami Wishes in Bengali – শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা
- 100+ রাখি পূর্ণিমার শুভেচ্ছা বার্তা, SMS ও Status
আমাদের এই পোস্টগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ভালো লাগলে এরকম আরো সুন্দর সুন্দর পোস্ট আমরা করতে থাকবো।