Rabindranath Tagore Quotes in Bengali : রবীন্দ্রনাথ ঠাকুরের ১০০টি বিখ্যাত উক্তি দেওয়া রইলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অসম্ভব দূরদর্শী মানুষ। তার প্রতিটি লেখায় আমরা তার বিপুল জ্ঞান, মনের বাধাহীন চিন্তাভাবনা, সমাজসম্পর্কে এক সুস্পষ্ট ধারণার ছবি দেখতে পায়। সাহিত্যে এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপক এই বিশ্বকবির সম্মান সারা বিশ্বজুড়ে – আর বাঙালিদের রক্তে-রক্তে, শিরায় শিরায় তারই সাহিত্যের চাপ। ২৫শে বৈশাখ তাঁর জন্মদিনে আমরা সারা বিশ্বজুড়ে মেতে উঠি এই মহান মানবকে শ্রদ্ধা জানাতে। আজকে আমাদের সাইটের তরফ থেকে এই মহামানবকে শ্রদ্ধা জানাতে দেওয়া রইলো তারই কিছু সেরা উক্তির সংকলন । rabindranath tagore quotes । রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি।
Table of Contents
দেখে নাও : রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ
দেখে নাও : 50+ রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী – Sri Ramakrishna Quotes In Bengali
“নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।”
“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।”
“’কত বড়ো আমি’ কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।”
“আমাদের চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না।”
দেখে নিন : ৫০+ রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী – Sri Ramakrishna quotes In Bengali
“ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?”
“অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেস তৃণসম দহে।”
“আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না।”
রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা কয়েকটি উক্তি ও বাণী সমূহ
“মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।”
“গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।”
“অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না।”
“মানুষের প্রাণে বিষ মিশায়েছে মানুষ আপন হাতে, ঘটেছে তা বারে বারে।”
“কি পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি।”
“সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট।”
“হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে, তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টানে পড়ে।”
“সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহুর্তে সময় নেই।”
“যথার্থ অধিকার থেকে মানুষ নিজের দোষে ভ্রষ্ট হয়।”
“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস শর্বরীব সুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি।”
যখন তুমি সত্য কথা বলবার জন্য নিন্দা কর না,
– রবীন্দ্রনাথ ঠাকুর
কেবল নিন্দা করবার জন্য সত্য কথা বল,
তখন তোমার সে সত্য কথা নীতির বাজারে
মিথ্যা কথার সমান দরেই প্রায় বিক্রি হবে।
সংগীত আর কিছু নয় – সর্বোৎকৃষ্ট উপায়ে কবিতা পাঠ করা।
রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণামূলক উক্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণামূলক উক্তি দেওয়া রইলো ।
কেউ বা মরে কথা বলে, আবার কেউ বা মরে কথা না বলে।
যা সত্য তার জিওগ্রাফি নাই।
পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ।
যাহাদের স্বাভাবিক ভদ্রতা নাই তাহারা ভদ্র হইতে ইচ্ছা করিলে আনুষ্ঠানিক ভদ্রতার কিছু বাড়াবাড়ি করিয়া থাকে।
ছোট ছোট মুখ জানে না ধরার দুখ,
হেসে আসে তোমাদের দ্বারে।
নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি
চেয়ে চেয়ে দেখে চারিধারে।
অক্ষমের লোভ আলাদিনের প্ৰদীপের গুজব শুনলেই একেবারে লাফিয়ে ওঠে
Rabindranath Tagore Quotes in Bengali
দেওয়া রইলো খুব সুন্দর কতগুলি Rabindranath Tagore Quotes in Bengali ।
বিনয় একটা অভাবাত্মক গুণ। আমার যে অহংকারের বিষয় আছে এইটে না মনে থাকাই বিনয়, আমাকে যে বিনয় প্রকাশ করিতে হইবে এইটে মনে থাকার নাম বিনয় নহে।
– রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি
যায় যদি লুপ্ত হয়ে
থাকে শুধু থাক
এক বিন্দু নয়নের জল
কালের কপোল তলে
শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল
মানুষ পণ করে
পণ ভাঙিয়া ফেলিয়া
হাঁফ ছাড়িবার জন্য।
রবীন্দ্রনাথের উদ্ধৃতি
রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত উদ্ধৃতি দেওয়া রইলো ।
অপরিচয় হইতে পরিচয়ের পথ অতি দীর্ঘ।
আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা
তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি।
বসন্তকালের ঝড়ে যখন রাশি রাশি আমের বোল ঝরিয়া পড়ে তখন সে বোলগুলি কেবলই মাটি হয়, তাহা হইতে গাছ বাহির হইবার কোনো সম্ভাবনা থাকে না। তেমনি দেখা গেছে, সংসারে উপদেশের বোল অজস্র বৃষ্টি হয় বটে, কিন্তু অনেক স্থলেই তাহা হইতে অঙ্কুর বাহির হয় না, সমস্ত মাটি হইতে থাকে।
– রবীন্দ্রনাথ ঠাকুর
মানুষ যে কেবল নিজের মধ্যে আছে তা নয়, সকলে তাকে যা জানে সে জানার মধ্যেও সে অনেকখানি আছে। … তাই ‘আপনাকে জানো’ এই কথাটা শেষ কথা নয়, ‘আপনাকে জানাও’ এটাও খুব বড়ো কথা।
নবসৃষ্টির যত দোষ যত ত্রুটিই থাকুক-না কেন, মুক্তি কেবল ঐ কাঁটাপথেই। বাঁধা সড়ক গোলাপদলের পাপড়ি দিয়ে মোড়া হলেও সে পথ আমাদের পৌঁছিয়ে দেবে শেষটায় চোরা গলিতেই।
নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ
এমন নির্গুণ শতকরা নিরেনব্বই জন,
কিন্তু নিজের গুণ একেবারে জানে না
এমন গুণী কোথায়?
আমাদের আত্মার মধ্যে অখণ্ড ঐক্যের আদর্শ আছে।
আমরা যা কিছু জানি কোনো না কোনো ঐক্যসূত্রে জানি।
কোনো জানা আপনাতেই একান্ত স্বতন্ত্র নয়।
যেখানে দেখি আমাদের পাওয়া বা জানার অস্পষ্টতা
সেখানে জানি,মিলিয়ে জানতে না পারাই তার কারণ।
মানুষের মধ্যে দ্বিজত্ব আছে;
মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে,
আবার জন্মায় মুক্ত পৃথিবীতে।
…মানুষের এক জন্ম আপনাকে নিয়ে,
আর-এক জন্ম সকলকে নিয়ে।
Rabindranath Tagore Quotes
দেওয়া রইলো কতগুলি Rabindranath Tagore Quotes ।
ক্ষুদ্রকে লইয়াই বৃহৎ,
সীমাকে লইয়াই অসীম,
প্রেমকে লইয়াই মুক্তি।
প্রেমের আলো যখনই পাই
তখনই যেখানে চোখ মেলি
সেখানেই দেখি,
সীমার মধ্যে সীমা নাই।
আমরা যখন মিথ্যাপথে চলি,
তখন আমরা দুর্বল হইয়া পড়ি ।
এইজন্য তখন আমরা আত্মহত্যা করি।
তখন আমরা একেবারে আমাদের মূলে আঘাত করি।
আমরা যাহার উপরে দাঁড়াইয়া আছি
তাহাকেই সন্দেহ করিয়া বসি।
আছে দু:খ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে…
অপর ব্যাক্তির কোলে পিঠে চড়িয়া অগ্রসর হওয়ার কোন মাহাত্ম্য নাই –
কারণ চলিবার শক্তিলাভই যথার্থ লাভ, অগ্রসর হওয়া মাত্র লাভ নহে।
সীমা আছে এ কথা যেমন নিশ্চিত,
অসীম আছেন এ কথা তেমনি সত্য।
আমরা উভয়কে যখন বিচ্ছিন্ন করিয়া দেখি
তখনি আমরা মায়ার ফাঁদে পড়ি।
তখনি আমরা এমন একটা ভুল করিয়া বসি যে,
আপনার সীমাকে লঙ্ঘন করিলেই বুঝি আমরা অসীমকে পাইব –
যেন আত্মহত্যা করিলেই অমরজীবন পাওয়া যায়।
যেন আমি না হইয়া আর-কিছু হইলেই আমি ধন্য হইব।
কিন্তু, আমি হওয়াও যা আর-কিছু হওয়া যে তাহাই, সে কথা মনে থাকে না।
আমার এই আমির মধ্যে যদি ব্যর্থতা থাকে
তবে অন্য কোনো আমিত্ব লাভ করিয়া তাহা হইতে নিষ্কৃতি পাইব না।
আমার ঘটের মধ্যে ছিদ্র থাকাতে যদি জল বাহির হইয়া যায়,
তবে সে জলের দোষ নহে।
দুধ ঢালিলেও সেই দশা হইবে, এবং মধু ঢালিলেও তথৈবচ।
কাব্যরস আস্বাদনে পাঠকদের অত্যন্ত বেশি যত্নে পথ দেখিয়ে চলা স্বাস্থ্যকর নহে।
নিজে নিজে সন্ধান করা ও আবিষ্কার করা সত্যকার আনন্দ।
লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট,
প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।
Rabindranth Thakurer Ukti
দেওয়া রইলো Rabindranth Thakurer Ukti ।
যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়,
ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে।
যুক্তির একটা ব্যাকরণ আছে,
অভিধান আছে,
কিন্তু আমাদের রুচির
অর্থাৎ সৌন্দর্যজ্ঞানের আজ পর্য্যন্ত একটা ব্যাকরণ তৈয়ারি হইল না।
তাহার প্রধান কারণ,
সে আমাদের হৃদয়ের মধ্যে নির্ভয়ে বাস করিয়া থাকে –
এবং সে দেশে “কেন” –
আদালতের ওয়ারেন্ট জারি হইতে পারে না।
যৌবনই ভোগের কাল বার্ধক্য স্মৃতিচারণের।
চিরকাল কোন্ জিনসটা
থাকবে না – থাকবে
তা কেউ বলতে পারে না
এবং আমিও সে সমন্ধে কোনোরকম
তর্কবিতর্ক করতে চাই নে –
নিজের মনের ভিতরে যখন
একটা সফলতার আনন্দ অনুভব করা যায়
সেইটেই লেখকের পক্ষে যথার্ত অমরতা।
দুর্ভাগ্যক্রমে সে আনন্দ খুব ভালো লেখক
থেকে খুব খারাপ লেখক পর্যন্ত
প্রায় সকলে ন্যূনধিক পরিমাণে অনুভব করে।
যৌবনের শেষে শুভ্র শৎরকালের ন্যায়
একটি গভীর প্রশান্ত প্রগাঢ় সুন্দর বয়স আসে
যখন জীবনের শেষে ফল ফলিবার
এবং শস্য পাকিবার সময়।
সামনে একটা পাথর পড়লে
যে লোক ঘুরে না গিয়ে সেটা
ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় –
বিলম্ব তারই অদৃষ্টে আছে।
ভয়ের তাড়া খেলেই ধর্মের মূঢ়তার পিছনে মানুষ লুকাতে চেষ্টা করে।
নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নাই।
রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি সমূহ
রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি সমূহ দেওয়া রইলো ।
ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে
তহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে।
ইহারা ধর্মকে বিশেষ গন্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে।
জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয় কিন্তু প্রেম পেলে নিজেকে অধম বলে জেনেও আনন্দ হয়।
বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের উলটো পিঠে।
মানুষ এক দিকে মৃত্যুর অধিকারে,
আর-এক দিকে অমৃতে;
এক দিকে সে ব্যক্তিগত সীমায়,
আর-এক দিকে বিশ্বগত বিরাটে।
এই দুয়ের কোনোটাকেই উপেক্ষা করা চলে না।
অন্য ক্ষমতা যখন কম থাকে তখন
খোঁচা দিবার ক্ষমতাটা খুব তীক্ষ্ম হইয়া উঠে।
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
দেওয়া রইলো খুব সুন্দর সুন্দর কতগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ।
…যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানবজীবনের ধর্ম নহে। আমরা কিয়ৎপরিমাণে আবশ্যক-শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎপরিমাণে স্বাধীন। আমাদের দেহ সাড়ে তিন হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সেই সাড়ে তিন হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না, স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান রাখা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয়। শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে। যতটুকু কেবলমাত্র শিক্ষা, অর্থাৎ অত্যাবশ্যক, তাহারই মধ্যে শিশুদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনোই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না – বয়ঃপ্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা বালক থাকিয়াই যায়।…
আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব মনে করিয়াছিলাম, আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে। আজ মনে হইতেছে, তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারিব।
প্রেমের দুই বিরুদ্ধ পার আছে। এক পারে চোরাবালি, আর-এক পারে ফসলের খেত। এক পারে ভালোলাগার দৌরাত্ম, অন্য পারে ভালোবাসার আমন্ত্রণ।
Good