Quiz on Swami Vivekananda in Bengali : দেশের যুব সম্প্রদায়ের কাছে চিরদিনের আদর্শ মহান আত্মা স্বামী বিবেকানন্দ। ধর্ম, দর্শন, ইতিহাস, শিল্প, সমাজ বিজ্ঞান, সাহিত্যএই সমস্ত বিষয়ে অনন্ত জ্ঞান ছিল স্বামী বিবেকানন্দর। তাঁর চিন্তা ভাবনা, তাঁর উপদেশাবলী আজও আমাদের জীবনের পাথেয়। যুব সমাজে আজও উত্সাহ ও অনুপ্রেরণা দেয় স্বামীজির জীবনাদর্শ। ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য ছিলেন তিনি। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর গুরু রামকৃষ্ণ পরমহংস দেবের নাম রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শুরু করেছিলেন তিনি। পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। হিন্দুধর্মের মাহাত্য তাঁর শিকাগো বক্তৃতার মাধ্যমে ছড়িয়ে দেন গোটা বিশ্বে।
আজ আমরা এই মহান আত্মার জীবনের বহু তথ্য থেকে নিয়ে এসেছি একটি স্বামী বিবেকানন্দ কুইজ সেট। কুইজটিতে অংশগ্রহণ করে খুব সহজেই স্বামীজী সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।
স্বামী বিবেকানন্দের আসল নাম কি ছিল ?
উত্তর : স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত।
স্বামী বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেছিলেন ?
উত্তর : ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন।
স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায় ?
উত্তর : ১৮৬৩ খ্রিষ্টাব্দে ১২ই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে ৩ নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
দেখে নাও : Top 50+ Swami Vivekananda Quotes in Bengali – স্বামী বিবেকানন্দের বাণী
স্বামী বিবেকানন্দের পিতার নাম কি ?
উত্তর : স্বামী বিবেকানন্দের পিতার নাম বিশ্বনাথ দত্ত।
স্বামী বিবেকানন্দের মাতার নাম কি ?
উত্তর : ভুবনেশ্বরী দেবী।
পুত্রসন্তান কামনায় বিবেকানন্দের মাতার কোন মন্দিরে নিত্য পূজা দেওয়ার ব্যবস্থা করান?
প্রথম কয়েকটি সন্তানের মৃত্যু ও কন্যাসন্তানের জন্মের পর বিবেকানন্দের মাতার পুত্রসন্তান কামনায় তাঁর এক কাশীবাসিনী আত্মীয়াকে দিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে নিত্য পূজা দেওয়ার ব্যবস্থা করান।
স্বামী বিবেকানন্দের ডাকনাম কি ছিল ?
উত্তর : ডাকনাম ছিল বীরেশ্বর বা বিলে এবং নরেন্দ্র বা নরেন।
স্বামীজীর পিতা পেশায় কি ছিলেন ?
উত্তর : তাঁর পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন।
স্বামীজীর মধ্যম ভাই মহেন্দ্রনাথ দত্ত পেশায় কি ছিলেন ?
উত্তর : মহেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ট লেখক ও বিদেশ ভ্রমণে বিবেকানন্দের সঙ্গী।
স্বামীজীর কনিষ্ট ভাইয়ের নাম কি ছিল ?
উত্তর : তাঁর কনিষ্ঠ ভাই ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ট সাম্যবাদী নেতা ও গ্রন্থকার।
স্বামীজী কোন কলেজের প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন ?
উত্তর : তিনি প্রেসিডেন্সি কলেজের (অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা) প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনিই ছিলেন সেইবছর উক্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ একমাত্র ছাত্র।
কে স্বামীজী সম্পর্কে লিখেছিলেন – “নরেন্দ্র সত্যিকারের মেধাবী। আমি বহু দেশ দেখেছি, কিন্তু তার মতো প্রতিভা ও সম্ভাবনাময় ছাত্র দেখিনি; এমনকি জার্মান বিশ্ববিদ্যালয়গুলির দর্শন ছাত্রদের মধ্যেও না।” ?
উত্তর : জেনেরাল অ্যাসেম্বলি’জ ইনস্টিটিউশনের প্রিন্সিপাল উইলিয়াম হেস্টি।
রামকৃষ্ণদেবের সাথে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ হয়েছিল কত খ্রিস্টাব্দে ?
উত্তর : ১৮৮১ খ্রিষ্টাব্দে নরেন্দ্রনাথ প্রথম রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ পান।
কত খ্রিস্টাব্দে বিবেকানন্দের পিতা মারা যান ?
উত্তর : ১৮৮৪ খ্রিষ্টাব্দে নরেন্দ্রনাথের পিতা হঠাৎ মারা যান। রপর তার পরিবার তীব্র অর্থকষ্টের মধ্যে পড়ে।
কোন সালে নরেন্দ্রনাথ দত্ত আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন ?
১৮৮৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে, নরেন্দ্রনাথের গুরুভ্রাতা বাবুরামের মা নরেন্দ্রনাথ ও অন্যান্য সন্ন্যাসীদের আঁটপুর গ্রামে আমন্ত্রণ জানান। তারা সেই নিমন্ত্রণ রক্ষা করে হুগলি জেলার আঁটপুরে যান এবং কিছুদিন সেখানে থাকেন। আঁটপুরেই বড়দিনের পূর্বসন্ধ্যায় নরেন্দ্রনাথ ও আটজন শিষ্য আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন।
সন্ন্যাস গ্রহণের পরে নরেন্দ্রনাথ দত্ত কোন নাম গ্রহণ করেন ?
সন্ন্যাস গ্রহণের পরে নরেন্দ্রনাথ “স্বামী বিবিদিষানন্দ” নাম গ্রহণ করেন। শিকাগো যাওয়ার পথে তিনি ” বিবেকানন্দ ” ছদ্মনাম টি গ্রহণ করেন । পরবর্তী কালে ঐ নামটি সর্বাধিক প্রচারিত হয়।
কবে স্বামীজির শুরু রামকৃষ্ণদেব প্রয়াত হন ?
উত্তর : ১৮৮৬ খ্রিষ্টাব্দের ১৬ই অগাস্ট শেষরাত্রে কাশীপুরে রামকৃষ্ণ পরমহংস দেব প্রয়াত হন।
কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামীজী ?
উত্তর : ১৮৯৭ সালের ১লা মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
কত খ্রিস্টাব্দে পরিব্রাজকরূপে মঠ ত্যাগ করেন বিবেকানন্দ ?
উত্তর : ১৮৮৮ খ্রিস্টাব্দে পরিব্রাজকরূপে মঠ ত্যাগ করেন বিবেকানন্দ।
পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দের সঙ্গী কি ছিল ?
উত্তর : পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দের সঙ্গী ছিল একটি কমণ্ডলু, লাঠি এবং তার প্রিয় দুটি গ্রন্থ – ভাগবদ্গীতা ও ইশানুসরণ।
বিবেকানন্দের শিষ্য সদানন্দ এর শিষ্যত্ব গ্রহণের পূর্বের নাম কি ছিল ?
উত্তর : শিষ্যত্ব গ্রহণের পূর্বে সদানন্দ এর নাম ছিল শরৎচন্দ্র গুপ্ত।
বিবেকানন্দের শিষ্য সদানন্দ শিষ্যত্ব গ্রহণের পূর্বে পেশায় কি ছিলেন ?
উত্তর : তিনি ছিলেন হথরাস স্টেশনের স্টেশন মাস্টার ।
খেতরির মহারাজা অজিত সিংহের সাথে বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ কোথায় হয় ?
উত্তর : মাউন্ট আবুতে ।
বাল গঙ্গাধর তিলকের সঙ্গে বিবেকানন্দের সাক্ষাৎ কোথায় হয় ?
উত্তর : ১৮৯২ সালের বোম্বাই (অধুনা মুম্বই) থেকে পুণার পথে ট্রেনে বাল গঙ্গাধর তিলকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।
কত খ্রিস্টাব্দে বিবেকানন্দ শিকাগোর উদ্দেশ্যে বোম্বাই ত্যাগ করেন ?
উত্তর : ১৮৯৩ খ্রিষ্টাব্দের ৩১ মে শিকাগোর উদ্দেশ্যে বোম্বাই ত্যাগ করেন তিনি।
কোন দেশের বাসিন্দাদের বিবেকানন্দ “পৃথিবীর সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন জনগণের অন্যতম” বলেছিলেন ?
উত্তর : জাপান
কত খ্রিস্টাব্দে তিনি প্রথম জাপান ভ্রমণ করেন ?
উত্তর : শিকাগো যাবার পথে বিবেকানন্দ ১৮৯৩ খ্রিষ্টাব্দে জাপান ভ্রমণ করেন।
শিকাগোতে বিশ্বধর্ম মহাসম্মেলনে স্বামীজী প্রথম ভাষণ দেন কবে ?
উত্তর : প্রথম বিশ্বধর্ম মহাসম্মেলন ১৮৯৩ খ্রিষ্টাব্দের ১১ সেপ্টেম্বর শিকাগোর আর্ট ইনস্টিটিউটে উদ্বোধন হয়। এদিন বিবেকানন্দ তার প্রথম সংক্ষিপ্ত ভাষণ দেন।
কোন সালে তিনি নিউইয়র্কে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
উত্তর : ১৮৯৪ খ্রিষ্টাব্দে তিনি নিউইয়র্কে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন।
স্বামীজীর শিষ্যা ভগিনী নিবেদিতার আসল নাম কি ছিল?
উত্তর : নিবেদিতার আসল নাম ছিল মিস মার্গারেট নোবলে। তিনি ছিলেন এক আইরিশ মহিলা।