100+ New Bengali Love Poems – নতুন বাংলা প্রেমের কবিতা
New Bengali Love Poems : নতুন প্রেমে পড়েছো? কিন্তু বুঝতে পারছোনা কি ভাবে মনের ভাবনা প্রকাশ করবে তাইতো? আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু বাছাই করা প্রেমের কবিতা (Bengali Love Poem) সহজেই এই কবিতা গুলি copy করে তোমরা status দিতে পারবে বা তোমার ভালোবাসার মানুষটিকে সরাসরি whatsapp এ SMS করতে পারবে। bengali poem love ।
নীচে দেওয়া রইলো কিছু সুন্দর ভালবাসার কবিতা ।
Also Check: 100+ Breakup Status in Bengali – Bangla Sad Shayari
বাংলা প্রেমের কবিতা
কিছু সুন্দর সুন্দর বাংলা প্রেমের কবিতা দেওয়া রইলো।
তুমি সেই কবিতা
যা প্রতি দিন ভাবি
কিন্তু লিখতে পারিনা।
তুমি সেই ছবি…
যা কল্পনা করি
কিন্তু আঁকতে পারি না।
তুমি সেই ভালবাসা…
যা প্রতিদিন চাই
কিন্তু তা কখনো-ই পাই না।
হৃদয় জুড়ে আছো তুমি,
সারা জীবন থেকো,
আমায় শুধু আপন করে
বুকের মাঝে রেখ!!
তোমায় ছেড়ে যাবো নাতো
আমি খুব দূরে,
ঝড় তুফান যতই আসুক
আমার জীবন জুড়ে!
তােমার কথা ভেবে
আমার দিন কেটে যায়।
তােমার মুখ ভেসে ওঠে
স্বপ্নের পর্দায়।
তােমায় নিয়ে স্বপ্ন দেখি,
তােমার ছবি আঁকি।
তুমি আমার মনের মাঝের
মিষ্টি কোকিল পাখি।
Romantic Love Poem in Bangla
কতগুলি Romantic Love Poem in Bangla দেওয়া রইলো।
বন্ধু আমি চাইনা,
তোমার অসীম সুখের ভাগ,
কিন্তু যখন থাকবে দুঃখে
দিও আমায় ডাক।
তোমার মুখে কান্না নয়,
দেখতে চাই হাসি।
মনে রেখো বন্ধু তোমায়
অনেক ভালোবাসি!
যত দূরেই যাইনা কেনো থাকবো তোমার পাশে,
যেমন করে শিশির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে।
সকল কষ্ট মুছে দিয়ে আনবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমাকেই ভালোবাসি।
আদর দেবো, সোহাগ দেবো,
দেবো ভালোবাসা,
হাজার কষ্টেও পূরণ করব,
মনের সকল আশা।
Valobashar kobita bangla love poem
কতগুলি Valobashar kobita bangla love poem দেওয়া রইলো ।
ভালোবাসা এমন একটা জিনিস
যা ভাবলে শেষ হয়না,
আর না ভাবলে ঘুম হয়না।
প্রিয়জন কাছে থাকলে বোঝা যায়না,
আর দূরে গেলে মন মানে না।
আকাশের বুকে মেঘ জমেছে দেখতে অনেক কালো
আমার মতো কে তোমাকে বাসবে এতো ভালো।
হাজার তারা চাইনা আমি একটা চাঁদ চাই
হাজার ফুল চাইনা আমি একটি গোলাপ চাই
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।
ফুলের মতাে দেখতে তুমি,
চাঁদের মতো হাঁসি।
সত্যি করে বলছি আমি,
তােমায় অনেক ভালােবাসি।
আমার চোখে জল,
আর তোমার ঠোটে হাসি।
তারপরেও প্রিয় আমি
তোমাকেই ভালবাসি।
Bangla Romantic Kobita
কতগুলি Bangla Romantic Kobita দেওয়া রইলো।
পাখি নয় যে উড়ে যাবো
সূর্য নয় যে ডুবে যাবো
প্রদীপ নয় যে নিভে যাবো
আমি তোমার বন্ধু
তাই চিরদিন পাশে রব।
প্রেম মানে হৃদয়ের টান
প্রেম মানে একটু অভিমান।
দুটি মনের একটি আশা,
তারই নাম ভালোবাসা।
নদীর বুকের ঢেউ যে তুমি
নৌকা হব আমি।
তোমার আমার ভালোবাসা
হীরের চেয়েও দামী।
গম্ভীর স্বভাব চাইনা আমি,
হয়ো তুমি শিশুর মতোই অবাধ্য
সবটুকু দিয়েই মানিয়ে নেবো,
আছে আমার যতটুকু সাধ্য।
মনে পরে তোমাকে
যখন থাকি নীরবে,
ভাবি শুধু তোমাকে..
সব সময় অনুভবে,
সপ্নে দেখি তোমাকে..
চোখের প্রতি পলকে,
আপন ভাবি তোমাকে..
আমার প্রতি নিঃস্বাসে ও বিশ্বাসে।
Bengali Love Poem
কতগুলি Bengali Love Poem দেওয়া রইলো।
মিষ্টি হেসে কথা বলে,
পাগল করে দিলে।
তােমায় নিয়ে হারিয়ে যাবাে,
আকাশের নীলে।
তােমার জন্য মনে আমার,
অফুরন্ত আশা।
সারা জীবন পেতে চাই,
তােমার ভালােবাসা।
আমি একটা দিন চাই
আলােয় আলােয় ভরা।
আমি একটা রাত চাই
অন্ধকার ছাড়া।
আমি একটা ফুল চাই
সুন্দর সুবাস ভরা।
আর একটা ভালাে বন্ধু চাই
সবার চেয়ে সেরা।
মনটা আমার সুখের নদী,
বুকে অনেক ঢেউ।
সেই নদীতে পাল উড়িয়ে,
আসবে হয়তো কেউ।
সেই আসাতে নদীর পাশে,
বসে আছি আমি।
ভালবাসার সাথি হয়ে,
আসবে হয়তো তুমি।
চুপি চুপি বলছি তোমায়..
কাউকে বলো না।
এত সুন্দর লাগছে তোমায়..
হয় না তুলনা।
কি সুন্দর ঠোঁট তোমার..
কি সুন্দর আঁখি।
যে দেখবে সেই বলবে..
আমি তোমায় ভালোবাসি।
Bengali poetry on love
কতগুলি Bengali poetry on love দেওয়া রইলো।
ঘুম নেই দুটি চোখে
বসে আছি একা।
স্বপ্ন হয়ে এসে তুমি
দওনা কেন দেখা।
বুকে আমার অনেক কষ্ট,
নেই কোনাে সুখ।
আজ দেখতে মন চায়
শুধু তােমার মুখ।
যত দূরেই যাইনা কেনো..
থাকবো তোমার পাশে।
যেমন করে শিশির ফোঁটা..
জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে..
দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি..
তোমাকেই ভালোবাসি।
রিসিপশানের সেই মেয়েটির
বাঁকা চোখের খাদে,
আটকে গেলো হৃদয় আমার
পড়ে প্রেমের ফাঁদে।
তাকে দেখলেই বিষম খাই
মাথা নত লাজে,
বসের জ্বালায় হয়না প্রেম
মন বসেনা কাজে।
একটি বাগান, একটি ফুল
একটি ফুলের তােড়া ,
তাহার মাঝে থাকবে তুমি..
পাপড়ি দিয়ে মােড়া ।
কোনদিনও পাপড়ি ছিড়ে..
করবাে না যে ভুল।
কারণ তুমি আমার কাছে..
লাল গােলাপ ফুল ।
স্বপ্ন দিয়ে আঁকি আমি,
সুখের সীমানা।
হৃদয় দিয়ে খুজি আমি,
মনের ঠিকানা।
ছায়ার মত থাকবো আমি,
শুধু তার পাশে,
যদি বলে সে আমায়
সত্যি ভালবাসে।
love poems in Bengali
কতগুলি love poems in Bengali দেওয়া রইলো।
যত দূরে যাওনা কেনো আছি
তোমার পাশে,
তাকিয়ে দেখো আকাশ পানে,
ঘুম যদি না আসে।
কাছে আমায় পাবে তুমি
হাত বাড়াবেই যেই,
ঘদি না পাও,
জানবে সেদিন আমি আর নেই।
ধ্বংস হলো জীবন আমার
তোমার প্রেমের টানে।
বোতল আমার সঙ্গী সাথী
ধোঁয়ায় জীবন বাঁধা,
তবুও ভাবি কৃষ্ণ আমি
তুমিই আমার রাধা।
ঘর সাজাবো আলো দিয়ে,
মন সাজাবো প্রেম দিয়ে।
চোখ সাজাবো স্বপ্ন দিয়ে..
আর তোমায় সাজাবো..
শুধু আমার ভালোবাসা দিয়ে।
আকাশেতে তুমি মোর
সোনালি আলো,
জানিনা তোমায় কেন
লেগেছে ভালো।
পান খেলে স্বাদ লাগেনা
স্বাদ লাগে তার চুনে,
সুন্দরেতে মন ভরে না,
মন ভরে তার গুনে।
তােমার জন্য রইলাে আমার..
স্বপ্নে ভেজা ঘুম ,
একলা থাকা শান্ত দুপুর..
রাত্রি নিঝুম,
তােমার জন্য রইলাে আমার..
দুষ্ট চোখের ভাষা,
মনের মাঝে লুকিয়ে রাখা ..
অনেক ভালোবাসা।
romantic poems in Bengali
কতগুলি romantic poems in Bengali দেওয়া রইলো।
জীবনের স্বপ্ন নিয়ে
বেধেছি একটি ঘর,
তোমাকে পাবো বলে
সাজিয়েছি প্রেমের বাসর,
আবেগ ভরা মনে
অফুরন্ত ভালোবাসা,
সারা দেয় কোনে কোনে
শিহরন জাগে মনে,
তোমাকে পাওয়ার আশায়।
হৃদয় দিয়ে ভেবাে শুধু
হৃদয়ের কথা,
আজ থেকে তুমি হবে
প্রজাপতির পাখা,
ভেবােনা কখনাে আছাে একা,
হাত বাড়ালেই পাবে
তুমি আমার দেখা।
দূর পাল্লার বাসে তুমি
ছিলে সহযাত্রী,
মিষ্টি মিষ্টি হরেক কথায়
কাটলো দিবা রাত্রি।
নামতে গিয়ে নাম্বার দিলে
তোমার সেল ফোনের,
ডায়াল করে টাশকি খেলাম
নাম্বার অন্য জনের।
মনটা শুধু তােমায় দিলাম,
তােমায় পাবো বলে।
হৃদয় দরজা খুলে রেখেছি,
তুমি আসবে বলে।
আসবে তুমি বসবে পাসে,
গাইবে তুমি গান।
মন পাজরে তুমি আছো,
তুমি আমার জান।
আঁধার রাতে জলে আলাে
তারায় তারায়।
প্রেয়সী গাে জ্বালাে প্রদীপ হয়ে
আমার আঁধার হিয়ায়।
অল্প অল্প মেঘ থেকে
হালকা হালকা বৃষ্টি হয়।
ছােট্ট ছােট্ট গল্প থেকে
ভালােবাসার সৃষ্টি হয়।
মাঝে মাঝে ফোন করলে
সম্পর্কটা মিষ্টি হয়।
টিপ টিপ বৃষ্টি পড়ে,
তোমার কথা মনে পড়ে।
এ মন না রয় ঘরে,
জানি না তুমি আসবে কবে..!
এ প্রান শুধু তোমায় ডাকে,
আমায় ভালবাসবে বলে!
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে,
বলবো আমি তোমায় পেয়ে।
সাত সমুদ্র পাড়ি দিয়ে
পেয়েছি তোমায়খোঁজে..!!
জীবন মরন তােমার নামে..
দিব আমি লিখে..
মিষ্টি করে বন্ধু তুমি..
তাকাও আমার দিকে।
তােমার মনের সব খবর..
রাখতে চাই আমি,
সব শেষে বল বন্ধু..
কেমন আছ তুমি।
চোখের আড়াল হতে পারি
মনের আড়াল নয়।
মন যে আমার সব সময়..
তোমার কথা কয়।
মনকে যদি প্রশ্ন করো..
তোমার আপন কে ?
মন বলে, এখন
তোমার লেখা পড়ছে যে ।
তুমি সেই স্বপ্ন পরী
যাকে নিয়ে স্বপ্ন দেখি।
তুমি সেই অনুভুতি
যাকে আমার মন অনুভব করে।
তুমি সেই প্রেমিকা
যার ভালবাসার ছন্দ
প্রেমিক আমি।
মিষ্টি মিষ্টি SMS দিয়ে
কেড়ে নিলে মন ,
তােমায় দেখতে ব্যাকুল বন্ধু..
আমার দুনয়ন ।
মন বসেনা কোনাে কাজে..
ভাবি গাে তােমারে ,
বল না বন্ধু কি জাদু
করলে তুমি আমারে।
চোখে চোখে কথা বল..
হৃদয়ে রাখ হৃদয় ।
মনে মনে ভাসি চল..
হয়ে যাক না প্রণয় ।
বুকের ভেতর তোমার জন্য..
মাতাল হাওয়া বয় ।
অনুভবে না বলা কথা
বুঝে নিতে হয় ।
জোনাকির আলো জেলে,
ইচ্ছের ডানা মেলে,
মন চায় হারিয়ে যাই,
কোনো এক দুর অজানায়,
যেখানে আকাশ মিশে
হবে একাকার,
আর তুমি রাজকুমারী
হবে শুধু আমার!
ফুল যদি লাল হয়..
মেঘ হয় কালাে ,
পাখি যাদি গায় গান..
সূর্য দেয় আলাে ,
তুমি যদি আমার হও..
বাসবাে অনেক ভালাে,
চুপ করে থেকো না..
কেমন আছো বলাে?
ভালোবাসা তো যায়না টাকা
দিয়ে কেনা, ভালোবাসা তো
যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।
ফুল দিয়ে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি এলে দুজনে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
বন্ধু তুমি এলে দেবো আমার সব ভালোবাসা।
প্রাণ দিতে চাই, মন দিতে চাই..
সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই।
তােমাকে, ও তােমাকে..
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি।
তুমি আসলে জোনাকি রাশি রাশি..
রাখি আগলে তােমায় তােমায় ।
অনুরাগে বােলাে, কিভাবে
বােঝাই তােমায় ভালােবাসি ?
ভালবেসে এই মন,
তোকে চায় সারাক্ষণ।
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঁঝে।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।
ভালবেসে ভালবাসা বেঁধেছি
আমি হৃদয়ের বাঁধনে,
ছিরবেনা বাধন তুমি না চাইলে।
মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো।
মিটি মিটি তারার মেলা,
আমি তোমার মজনু তুমি আমার লায়লা।
টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি,
কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধে,
মনটা নাচে ছন্দে উতলা আনন্দে,
জানু তোমার জন্যে
তোমার সাথে হয়না দেখা
হয়না কথা রোজ,
ভাবলে তোমায় কঠিন হৃদয়
যাচ্ছে হয়ে ন্যূব্জ।
মোচড়ে উঠে হৃদয় আমার
দেখলে তোমায় কভূ,
মনের ভাষা হয়না প্রকাশ
গোপনে রয় তবু।
রাত নয় চাঁদ আমি,সেই চাঁদের আলো তুমি।
মাটি নয় ফুল আমি,সেই ফুলের কলি তুমি।
আকাশ নয় মেঘ আমি,সেই মেঘের বৃষ্টি তুমি।
এভাবেই মিশে থাকব,তুমি আর আমি।