Bangla Tongue Twister Collection
টাং টুইস্টার খেলতে কার না ভালো লাগে ! আর যাদের কাছে কালেকশন যত বেশি তাদের কদর তত বেশি। গ্রুপে বন্ধুদের মধ্যে সময় কাটানো ও মজা করার এক অনন্য উপায় এই Tongue Twister । বাংলা , ইংরেজি, হিন্দী প্রভৃতি ভাষায় তাদের নিজস্ব Tongue Twister রয়েছে।
টাং টুইস্টার আসলে সেরকম কিছু নয়। বেশ কতগুলো প্রায় কাছাকাছি উচ্চারণের শব্দ পর পর বসিয়ে ব্রেন ও জীভকে বিভ্রান্ত করে দেওয়া হল টাং টুইস্টার। এই খেলায় স্কোর সেই বেশি পায় যে সুন্দর করে বেশি বার পর পর এগুলি বলতে পারবে।
টাং টুইস্টার কি ? টাং টুইস্টার কাকে বলে ?
এমন কিছু শব্দবন্ধ বা বাক্য রয়েছে যেগুলি আমরা বার বার বললে সঠিক ভাবে উচ্চারণ করতে পারি না, জিহ্বা জড়িয়ে যায়। এগুলোকেই টাং টুইস্টার বলা হয়। এগুলোকে আমরা মজার চলে বলে থাকি দাঁত ভাঙা বাক্য। আবার অনেকে এগুলোকে বলে থাকে “জিভে জট”।
সাধারণত একই অক্ষর দিয়ে শুরু চার পাঁচটি শব্দ বা এর অধিকও হতে পারে, পাশাপাশি বসিয়ে এই টাংটুইস্টার বাক্য তৈরি করা হয়।
টাং টুইস্টার অভ্যাস করা কেন দরকার ?
আজ তাই এই পোস্টে দেওয়া রইলো বাংলা টাং টুইস্টার ।
জলে চুন তাজা , তেলে চুল তাজা।
Transcription: jole chun taja, tele chul taja
পাখি পাকা পেঁপে খায়।
Transcription: pakhi paka pepe khay|
লাল রিল, নীল রিল।
Transcription: lal ril, nil ril
এটার আর একটু কঠিন ভার্সন নিচে দেওয়া রইলো ।
নিল রিলে লাল রিল, লাল রিলে নিল রিল।
Transcription: nil rile lal ril, lal rile nil ril.
বারো হাড়ি রাবড়ি বড়ো বাড়াবাড়ি ।
Transcription: baro hari rabri, boro barabari
লিনা আর নিল, নীলিমায় লিন।
Transcription: lina ar nil, nilimay lin
পিতলের পাত্রে পান আর পেঁপে আছে।
Transcription: pitoler patre pan ar pepe ache
বাবলা গাছে বাঘ ঝুলছে ।
Transcription: babla gache bagh jhulche
রুই মাছের লেজ লাল ।
Transcription: rui macher lej lal
কাঁচা ডাব , পাকা গাব ।
Transcription: kancha dab, paka gab
ছোট জুতো, দুটো ফুটো ।
Transcription: choto juto duto futo
অষ্ট উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব ।
Transcription: osto ustrer sathe osto oswo|
নেরু রেনুর নাক টানে , রেনু নেরুর কান টানে ।
Transcription: neru renur nak tane, renu nerur kan tane.
কত না জনতা জানাল যাতনা যতনে।
Transcription: koto na jonota janalo jatona jotone|
গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়
Transcription: gorer mathe gorur gari gorgoriye jay
এই টাং টুইস্টারগুলি ধীরে ধীরে বলতে খুব একটা অসুবিধা হয় না। তেমনি মজাও কমে যায়। আসল খেলা শুরু হয় যখন কোনো গেমে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক বার বলতে হয়। তখন দ্রুত বলার চক্করে বার বার এগুলি আটকে যায়। একটি মজার পরিবেশ সৃষ্টি হয়।