50+ Bangla Dhadha with Answer – বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর
প্রিয় বন্ধুরা, ধাঁধার সমাধান করতে কার না ভালো লাগে ! ছোট-ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে সবার খুব পছন্দের একটি বিষয় হল এই ধাঁধা। আপাতদৃষ্টিতে সহজ লাগলেও এই সহজ প্রশ্নগুলি অনেক মজার সৃষ্টি করে। যে কোনো আসর জমাতে কয়েকটি ধাঁধায় যথেষ্ট। ছোট্ট-ছোট্ট প্রশ্ন কিন্তু তার প্রভাব থেকে যায় বহুদিন। উপভোগ করা যায় এক অনাবিল আনন্দ। আজ তাই এই পোস্টে আমরা বিভিন্ন জায়গা থেকে অনেকগুলি সুন্দর সুন্দর ধাঁধার প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি তোমাদের জন্য। কেমন লাগলো আমাদের এই Bangla Dhadha with Answer অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কলেকশনে যদি আরও কিছু থাকে তো সেগুলো সবার সাথে শেয়ার করতে কমেন্টের মাধ্যমে জানাও। আমরা তোমাদের নাম দিয়ে সেই ধাঁধা গুলি আমাদের সাইটে প্রকাশ করবো। চলো দেখে নেওয়া যাক কতগুলি সুন্দর সুন্দর বাংলা ধাঁধা।
Table of Contents
এই সব ধাঁধাগুলির উত্তর নিচে নাম্বারিং সহ দেওয়া রয়েছে ।
হাসির ধাঁধা উত্তর সহ
ধাঁধা ১ :
চার পায়ে বসি আমি,
আট পায়ে চলি,
বাঘ-সিংহ না হলেও
আস্ত মানুষ গিলি।
বলুন তো আমি কি ? 🤔🤔
দেখে নাও : বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর
ধাঁধা ২ :
জলে রই ,
স্থলে রই ,
জল বিনা ,
কিছু নই।
বলতো আমি কে ?
দেখে নাও : 150+ Top Bengali Smile Quotes and Captions – হাসি নিয়ে উক্তি
ধাঁধা ৩ :
দুই অক্ষরে নাম তার বহু লোকে খায়,
শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।
ধাঁধা ৪ :
আমি জলজ প্রাণী নই ,
কিন্তু জলে বাস করি।
হাত পা নেই ,
তবুও সাঁতার কাটি।
বলতো আমি কে ?
দেখে নাও : আরও কিছু বাংলা ধাঁধা প্রশ্নোত্তর
ধাঁধা ৫ :
তিন অক্ষরে নাম তার ,
সবার ঘরে রয়।
প্রথম অক্ষর বাদ দিলে,
সর্ব লোকে খায়।
পেট তার কেটে দিলে,
মধুর গান গায়,
শেষ অক্ষর বাদ দিলে,
খুব কামরায়।
বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর
দেওয়া রইলো বুদ্ধির ধাঁধা উত্তর সহ ।
ধাঁধা ৬ :
দু’অক্ষরে নাম লজ্জা নিবারণী।
প্রথম অক্ষর বাদ দিলে হয় আমার জননী।
শেষের অক্ষর বাদ দিলে ভাশুর ঘরণী।
ধাঁধা ৭ :
তিন অক্ষরে নাম তার মেয়েরা গায়ে মাখে।
প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে ওঠে।
মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফলে থাকে।
শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথ থাকে।
দেখে নাও : গরম নিয়ে ক্যাপশন । প্রচন্ড গরম নিয়ে মজার উক্তি
ধাঁধা ৮ :
চাই নাকো তবু খাই,
বেশি খেলে মারা যাই।
ধাঁধা ৯ :
মাংস, পালক, আঁশ বা হাড় নেই,
তবুও তার নিজস্ব আঙুল রয়েছে,
কী বলুন তো?
ধাঁধা ১০ :
আমার উপরে এবং নীচে
আমার বাম এবং ডানদিকে
এবং মাঝখানে ফুটো রয়েছে।
কিন্তু আমি তবুও জল ধরতে পারি।
বলতো আমি কি?
কঠিন ধাঁধা উত্তর সহ
দেওয়া রইলো মজার ধাঁধা।
ধাঁধা ১১ :
এটা একান্তই তোমার নিজের জিনিস,
কিন্তু ব্যবহার অন্যান্য লোকেরা বেশি করে।
কি এটা ?
ধাঁধা ১২ :
ছয়টি মুখ আছে তবে মেকআপ করে না,
একুশটি চোখ আছে তবে দেখতে পায় না।
বোলো সেটা কি?
ধাঁধা ১৩ :
কে এতো দুর্বল
যে তার নাম বললেই
সে ভেঙে যায়?
ধাঁধা ১৪ :
কি সবসময় তোমার সামনে আছে
কিন্তু তুমি দেখতে পাও না?
দেখে নাও : Top Husband Wife Jokes in Bengali – স্বামী- স্ত্রী কথপোকথনের মজার জোকস
ধাঁধা ১৫ :
এটি পালকের মতো হালকা,
তবুও কেউ এটিকে বেশি সময় অব্দি
ধরে রাখা যায় না। এটি কি?
হাসির ধাঁধা উত্তর সহ
দেওয়া রইলো হাসির ধাঁধা উত্তর সহ ।
ধাঁধা ১৬ :
নোংরা হলে আমি সাদা ,
পরিষ্কার হলে কালো।
বলতো আমি কি ?
ধাঁধা ১৭ :
লাল টুকটুক ছোটমামা,
গায়ে পড়ে অনেক জামা।
ধাঁধা ১৮ :
জল নয়, বৃষ্টিও নয়
কিন্তু ভিজে সারা,
বাড়িঘর ডুবল,
ডুবল পাহাড়েরও চূড়া।
দেখে নাও: Top Husband Wife Jokes in Bengali – স্বামী- স্ত্রী কথপোকথনের মজার জোকস
ধাঁধা ১৯ :
দেয়াল আছে ছাদও আছে
এমন এক ঘর,
ভিতর তার প্রবেশ করার
একটাও নেই দ্বার।
ধাঁধা ২০ :
বলুনতো এমন কোন সে বস্তু
পৃথিবীতে নেই,
তোমার আমার মুখের কথায়
তবু আছে সে-ই।
উত্তর :
- ১. পালকি
- ২. বরফ
- ৩. পান
- ৪. নৌকা
- ৫. বিছানা
- ৬. জামা
- ৭. আলতা
- ৮. প্রহার , পিটুনি
- ৯. হাতমোজা
- ১০. স্পঞ্জ
- ১১. তোমার নাম
- ১২. লুডোর গুঠি
- ১৩. নীরবতা
- ১৪. ভবিষ্যৎ
- ১৫. নিঃস্বাস
- ১৬. ব্ল্যাকবোর্ড
- ১৭. পেঁয়াজ
- ১৮. কুয়াশা
- ১৯. মশারি
- ২০. ঘোড়ার ডিম